ওমর ফারুক।। সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে কালিকাপুরে বিষ পান করিয়ে মা নিজেই বিষ পান করে মৃত্যু চেষ্টা করলে পরিবারের লোক বুঝতে পেরে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুর মৃত্যু নিশ্চিত করেন এবং মা রত্ন বেগমকে ওয়াশ করার মাধ্যমে জীবিত নিশ্চিত করেন। সুত্রে জানাগেছে, কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হাসান এর স্ত্রী রত্না খাতুন (৩০), ও তার দুই শিশু পুত্র মাহির-(৫ব) ও আরিয়ান (৯ মাস) বিষ পান করিয়ে মা মৃত্যু চেষ্টা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু ২ টা মারা গেছে। রত্না খাতুন কে ওয়াশ করা হয়েছে সে এখনো বেঁচে আছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin