প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ২:৪৯ পি.এম
নগরীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন আটক: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ জানুয়ারি রাত ০১:৪৫ ঘটিকায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিকআপ যোগে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে মহানগরীতে প্রবেশ করেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নতুন রাস্তা এলাকা থেকে ডাকাত ১) মোঃ আল মিলহান শেখ @ মিলন (৩০), পিতা-আবু সাঈদ শেখ, সাং-ভান্ডারকোর্ট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, ২) মাসুম ফকির (৩৫), পিতা-মিজান ফকির, সাং-চুলকাঠি সৈয়দপুর, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৩) নাহিদ শেখ (২৮), পিতা-মৃত: শুকুর শেখ, সাং-শোলাকুড়া দক্ষিণপাড়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এবং ৪) হাসান হাওলাদার (২৯), পিতা-সিদ্দিক হাওলাদার, সাং-আটটাকি, বুটিতলা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদেরকে আটক করতে সমর্থ হয়, বাকিরা পালিয়ে যায়। তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি হাইড্রোলিক কাটার, ২ টি লোহার রড, ১ টি হাসুয়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা নং-২৩, তাং-৩০/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin