পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। নাজিরপুরে সরকারি বই বিক্রির অভিযোগে দেউল বাড়ি দোবরার নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একএম ফজলুল হক সহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামি হলেন মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী নুরুল ইসলাম। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ওই মাদ্রাসার কিছু বই খাতা ও পুরাতন লোহার মালামাল বিক্রি করেন মাদ্রাসার কর্মচারী। ওইসব মালামাল বিক্রির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। সেখানে প্রায় ১৪ শ কেজি মালামাল রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান বিক্রি করা বইগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নাজিরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ এক এম ফজলুল হকের দাবি সেখানে কোন নতুন বই ছিলনা। বইগুলি পুরাতন ও ছেড়া। তাই মাদ্রাসার কক্ষ পরিষ্কার করতে সেগুলো অপসারণ করা হয়েছিল। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফেরদৌ ওয়াহিদ রাসেল জেলা প্রতিনিধি পিরোজপুর।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin