বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ড পাওয়া আসামি জেলার কাউখালী উপজেলার দাসেরকাঠীর মৃত আঃ হামেদ মৃধার ছেলে আমিনুল ইসলাম ওরফে জগৎ রানা (৪৫)। সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ এপ্রিল বাড়ীর উদ্দেশে রওয়ানা হইয়া আসামীর বাড়ীর সামনে দিয়া যাওয়ার পথে ডাক দিয়ে ধরিয়া টানিয়া আসামীর বাড়ীর মধ্যে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে ওই স্কুলছাত্রীকে। পরে কাউখালী থানায় আনিমুল ইসলাম রনাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভূক্তভোগী স্কুলছাত্রীর পরিবার। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আদালত ওই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের ছিলেন পিপি এডভোকেট নুরুল ইসলাম সরদার শাজাহান এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট কানাই লাল বিশ্বাস।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin