ঢাকা, ২ ফেব্রুয়ারি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ করেছে।
আজ বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ০৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২০টি মামলার মাধ্যমে তের লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ০৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ০১টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বনানী ও মালিবাগ এলাকায় ০৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১০টি মামলার মাধ্যমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
চট্টগ্রাম, নীলফামারী ও বাগেরহাট জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ০৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ০৫টি মামলার মাধ্যমে পনের হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয়। সমগ্র দেশে আনুমানিক ৩০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়।
যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পল্লবীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। ০৪টি মামলার মাধ্যমে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি পরিবহনের চালককে সতর্ক করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin