প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৫:০৯ পি.এম
নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন; নির্বাচন কমিশনার
মোঃ আরাফাত আলী, (নওগাঁ জেলা প্রতিনিধি): নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন' বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (২রা জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন ব্যবস্থার উপর মানুষের যে আস্থা থাকার কথা সেটা ছিলো না। মানুষের সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। এছাড়া ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়েও সমালোচনা ছিলো। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বির্তকহীন ভোটার তালিকা প্রয়োজন। এর মধ্যে কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায় সেজন্য সংশ্লিষ্টদের সঠিক তথ্য সংগ্রহের আহ্বান-ও জানান তিনি।
এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ পৌর প্রশাসক টি এমএ মমিন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin