মোঃ আরাফাত, নওগাঁ জেলা প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার(৪ঠা ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদরের মধ্যপাড়া মহল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ বিকাল ৩টার দিকে র্যাব-২ এবং র্যাব-৫ এর আভিযানিক দল নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে সুবাকে উদ্ধার করে। বর্তমানে সে র্যাবের হেফাজতে আছে। পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে সুবাকে হস্তান্তর করা হবে। এদিকে এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’ এর আগে মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সি সুবা নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন সোমবার আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব। মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, ‘সুবার বাবা ইমরান রাজীব জিডি করার পরই শুরু হয় সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin