মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখার উদ্যোগে বায়তুল আমান নূরানি ও হাফিজি মাদ্রাসার অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণকরা হয়। মার্কেন্টাইল ব্যাংক এর সিকিউরিটি লিমিটেডের পরিচালক এ এস এম ফিরোজ আলমের সৌজন্যে কালাইয়া ধান হাট এলাকার বায়তুল আমান নূরানি ও হাফিজি মাদ্রাসাসহ বিভিন্ন হাফিজি মাদ্রাসা এতিম খানার তিন শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, সেকেন্ড অফিসার মো. নাজমুল হক, মো.ইমাম হোসেন অফিসার , বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin