প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:৫৬ পি.এম
পিরোজপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার আয়োজন ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে র্যালিটি শুরু করে সি অফিস হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: মেহেদী হাসান, সেক্রেটারি মো: আল ইমরান খান, সাবেক জেলা সভাপতি আল আমিন শেখ, জেলা বায়তুলমাল সম্পাদক মো: মিজানুর রহমান প্রমুখ। র্যালিতে জেলা ও উপজেলার প্রায় ৪ হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin