বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলা’সহ নাশকতার ঘটনায় সাবেক তিন এমপি’সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় আবুল হাসনাত খানকে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সায়হান নাসের তন্ময়সহ তিন এমপি। বাকিরাও আওয়ামী লীগ, যুবলীগসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার রাতে, রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin