ফেরদৌস ওয়াহি রাসেল, জেলা প্রতিনিধি পিরোজপুর: পিরোজপুর জেলার মঠবাড়িয়া গত ৫ আগস্টের পর বিদায়ী উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত মুখোশধারী একটি সংঘ বদ্ধ চক্র এ ঘটনা ঘটায়। এতে পৌর শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান রাত নয়টার দিকে ৫-৬ টি মোটরসাইকেল যোগে ১০-১২ জন মুখোশ পরা একটি দল শহরের বহেরাতলা এলাকায় আত্মগোপনে থাকা বিদায় উপজেলা চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট বাইজিদ আহমেদ খানের তিন তলা ভবনের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর দুর্বৃত্ত দল ভবনের আসবাবপত্র ও লেপ তোষক সহ ব্যবহারিত মালামাল পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে আগুন দেয়ার চেষ্টা করে।
এছাড়াও রাতে নিউমার্কেট এলাকায় জেল হাজতে থাকা ৬ নং কি কি কাটা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বাসভবনের গ্লাস ভাঙচুর করে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে আত্ম গোপনে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান বাইজিদ আহমেদ খান তার ব্যবহৃত ফেইসবুক পোস্টে লিখেন মঠবাড়িয়া আমার বাড়িটি নাকি এখন আগুনে জ্বলছে একজন বললেন ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি তিনি বললেন আমার অনুরোধ কেউ আগুন নিভাবার চেষ্টা করবেন না যে দেশে ৩২ নাম্বার বাড়ি পুড়িয়ে ফেলা হয় হয়েছে সে দেশে আমার বাড়িটি নিষ্প্রয়োজন। গতকাল চোখের জল ফেলছিলাম আজ হাসছি কেননা বঙ্গবন্ধুর অস্তিত্ব না থাকলে আমার অস্তিত্বের কি প্রয়োজন। এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে সহকারী স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন খবর পেয়ে রাত দশটার দিকে বাইজিদ আহমেদের ঘরে প্রবেশ করে পুরুষের সহযোগিতায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি প্রায় লক্ষাধিকটাকার ক্ষতি হয়েছে বলে জানান। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন খবর পেয়ে পুলিশ কোন স্থলে পরিদর্শন করে। এ বিষয় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin