অন্তর্বত্নীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে গুরুতর আহত ছয়জনকে আজ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা আন্দোলনে পায়ে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১.২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। ব্যাংককে পাঠানো আহতরা হলেন– জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল। এসময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব মো: মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin