মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মঙ্গলবার সকাল ৯টায় পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ৬৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৭০ জন ছানি রোগী, ১৯৭ জন চশমার রোগী সনাক্ত করা হয়। রোগীদের অপরাশেনসহ চশমা প্রদান করা হবে। এছাড়াও বাকী রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ দেওয়া হয়।
ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, “ডিসিআই-আরএসসি এর চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। এ কাজ আমাদের অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin