হাফিজুর রহমান শিমুলঃ "পানির অপর নাম জীবন" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুরে সুপেয় পানি'র প্লান্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার তারালী ইউনিয়নে জাফরপুর সিদ্দিকি দাখিল মাদ্রাসার হল রুমে জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট দানবীর হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, পানির প্লান্টের সমন্বয়কারী মিজানুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী, মাওলান রেজাউল করিম, মোর্শেদ আলী, ফরিদ হোসেন প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, জাফরপুর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপুর (ভারপ্রাপ্ত) মাওলানা এমদাদুল হক, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, ঢাকা গাজীপুরের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব হায়া তুইল্লা এর আর্থিক সহযোগিতায় ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এলাকার জনসাধারণের জন্য সুপ্রিয় পানির প্লান উদ্বোধন করা হয়। অত্র এলাকার হাজার হাজার জনগন ফ্রি সুপেয় পানি পেয়ে উপকৃত হবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin