প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৮:১৮ এ.এম
পিরোজপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৪টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহানের নির্দেশে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে এএসআই মনোয়ারসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটককৃতরা হলেন পৌরসভার উত্তর মাছিমপুর এলাকার সুলতান মাহমুদের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং বড় ভাইজোড়া এলাকার আলমগীর খানের ছেলে অহিদুল ইসলাম খান (২৬)।
পুলিশ জানায়, বড়োপোল সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
সদর থানার অভিযানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জানান, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকলে এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। সচেতন নাগরিকরা পুলিশের এই কার্যক্রমের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin