প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১০:১৬ এ.এম
পিরোজপুরে প্রবীণ সাংবাদিক শফিকুল আজম আর নেই

বিশেষ প্রতিনিধি: পিরোজপুর প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক পিরোজপুর বাণী‘র নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. শফিকুল আজম আর নেই। বুধবার (১২ফেব্রুয়ারি) রাত ৯টায় জেলা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি হার্টের সমস্যাসহ নানা রোগে ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। সে পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক পিরোজপুর বাণী এর প্রকাশক ও সম্পাদক এ কে আজাদের মেঝো ভাই এবং জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) মেঝো চাচা। মরহুমের মরদেহ পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও ২য় নামাজ বাদ যোহর পুরাতন ঈদগাহ মসজিদ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin