প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৪:১০ পি.এম
পিরোজপুর তেজদাসকাঠি কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরন অনুষ্ঠানে পুলিশ সুপারের যোগদান

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: অদ্য ১৭ ফেব্রুয়ারি -২০২৫ রোজ সোমবার পিরোজপুর তেজদাসকাঠি কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরন অনুষ্ঠান-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,বেলুন উড্ডয়ন এবং প্রতিযোগীদের শপথ গ্রহণ পরিচালনা করেন। এছাড়াও অতিথিদের সঙ্গে নিয়ে একটি চৌকস দল দৃষ্টিনন্দন কুচকাওয়াজ এর মাধ্যমে সালামি প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মন ও শরীরকে সুস্থ্ রাখে। একজন খেলোয়াড় দেশের মান-সম্মানকে বাড়িয়ে তুলেন। তাই সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করা উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ,শিক্ষার্থী সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin