অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রের টাকা খরচ করে আদর্শিক গুণ্ডাদের লালনপালন করেছেন হাসিনা। নিপীড়ন ও হত্যাযজ্ঞকে ন্যায্যতা দিয়েছে তারা। এই সিস্টেম এমনভাবে বানিয়েছে, যেখানেই হাত দিই সেখানেই আদর্শিক গুণ্ডা, সেখানেই লীগের দোসর পাই। হাসিনার ফ্যাসিবাদে লীগ কর্মীদের পাশাপাশি পুলিশের অংশ ছিল। শুধু প্রশাসন ও পুলিশযন্ত্র এ ফ্যাসিবাদের অংশ না, পুরো জাতিকে দূষিত করে রেখে গেছে। সামান্য সংস্কারে এটা বিলোপ হবে না। পাঠ্যবইয়ের মাধ্যমে শিশুদের প্রশিক্ষণ দিয়ে দূষিত জাতি/ফ্যাসিবাদী জাতি তৈরি করতে চেয়েছে। সেটা এ শিশুরাই ভেঙে দিয়েছে।’ আজ মঙ্গলবার রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ বলেন, ‘এক দল, এক দেশ, এক নেতা এ আদর্শ ধরে হাসিনা এগিয়েছেন। বাবার রেপ্লিকা ধরে হাসিনা দেশে নিপীড়ন চালিয়েছেন। মুজিব রক্ষীবাহিনী তৈরি করেছিলেন, সেই কাজ পুলিশকে রক্ষীবাহিনীতে রূপান্তর করে হাসিনা করেন। সেনাবাহিনীকে মুজিব দূষিত করতে না পারলেও হাসিনা করতে পেরেছেন। বাবার ভুল থেকে শিক্ষা নিয়ে হাসিনা বাকশাল নাম না দিয়ে পুরো প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে বাকশাল বানিয়েছেন।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin