খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে পথেরবাজার পুলিশ চেকপোস্ট থেকে ১) প্রান্ত মুখার্জী (২৩), পিতা-বিপ্রদাস মুখার্জী, সাং-ভুল বাড়ীয়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর এবং ২) বিজয় কুমার পাল (২১), পিতা-পরিতোষ কুমার পাল, সাং-চালিতাতলা থানা-নড়াইল সদর, জেলা-নড়াইলদ্বয়কে ২ বোতল বিদেশী মদসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin