রাইসুল ইসলাম নয়ন।। রমজান মাসে সারা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটি ৬১টি দেশে ইফতার কর্মসূচি চালু করতে যাচ্ছে, যা লক্ষাধিক রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে পরিচালিত হবে। সৌদি সরকারের অফিশিয়াল সংবাদ সংস্থা প্রেস এজেন্সির (SPA) এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই কর্মসূচির অধীনে বিভিন্ন দেশে ইফতারের খাবার বিতরণ করা হবে, যাতে থাকবে খেজুর, পানি, রুটি, ফল ও অন্যান্য প্রয়োজনীয় খাবার। সৌদি সরকার জানিয়েছে, এই উদ্যোগ বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার প্রতিচ্ছবি। রমজান হলো সংযম, দানশীলতা ও ইবাদতের মাস, এবং এই কর্মসূচির মাধ্যমে মুসলিম উম্মাহর মধ্যে সৌহার্দ্য বাড়ানো হবে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদি আরবের এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এই কর্মসূচি ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি সৌদি আরবের দায়বদ্ধতাও প্রকাশ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin