প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৩:১০ পি.এম
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০২/২০২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর এর উদ্যোগে "পুষ্টি অলিম্পিয়াড" অনুষ্ঠিত হয়। তরুণ শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয় এই বর্ণাঢ্য পুষ্টি অলিম্পিয়াড। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল জনাব মো: রায়হান কাওছার। অনুষ্ঠানে তিনি বয়স ও জীবনধারণ রীতির ভিন্নতার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন খাদ্যতালিকা অনুসরণ করা ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মোহাম্মদ আশরাফুল আলম খান পিরোজপুর। তিনি সুস্থ জীবন ধারণের জন্য পুষ্টি সম্পর্কিত জ্ঞানের গুরুত্বের উপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে সনদ এবং বিজয়ীদের মাঝে মেডেল ও মূল্যবান বই প্রদান করা হয়। সর্বোপরি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং পরীক্ষায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দিনটিকে উৎসবমুখর করে তুলে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin