প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৬:৪৮ পি.এম
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২৫ ফেব্রুয়ারি ২০০৯—বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ অধ্যায়। এই দিনে কতিপয় বিপথগামী বিডিআর সদস্য কতৃক সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিনটিকে আনুষ্ঠানিকভাবে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণা করেছে। এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সকল শহীদকে স্মরণ করছে।
শহীদদের প্রতি আমাদের চিরন্তন শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগ জাতির হৃদয়ে চির জাগরুক থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin