রাইসুল ইসলাম নয়ন।। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (SFD) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল-মারশাদ সোমবার রিয়াদে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হাওলিয়াং সু এবং তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে সৌদি আরব এবং জাতিসংঘের মধ্যে উন্নয়ন সহযোগিতা, বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক অর্থায়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সৌদি আরবের উন্নয়ন তহবিল দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নশীল দেশে অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান করে আসছে। জাতিসংঘের প্রতিনিধিদল সৌদি উন্নয়ন প্রকল্পের প্রশংসা করে এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বলেন, এই ধরনের আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন প্রচেষ্টা আরও সুসংহত হবে এবং বৈশ্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin