ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক পিপি ও সাবেক জিপি সহ আওয়ামী লীগের ৫ জন নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর হামলা করে বিএনপি'র ক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ই অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার দোসরা মার্চ দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলো পিরোজ পুরের ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন সাবেক জিপি শহিদুল হক পান্না জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই সাবেক এর সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।এরমধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বছরের পাঁচ ই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই আমলা গুলোতে উচ্চ আদালত থেকে জাবিন নিয়েছিল গ্রেফতারকৃতরা।
পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় আদালত জাবিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। সূত্র আরো জানায় তবে আদালতে তাদের উপস্থিত টের পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি'র নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে আলাউদ্দিন একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি এবং অন্য চারজনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin