প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ৩:৩৭ পি.এম
বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। সজিব (২৬), ২। আল আমিন (২৪), ৩। সজিব (২৮), ৪। হীরা (১৯), ৫। শান্ত (২২), ৬। রায়হান (২১), ৭। মেহেদী হাসান (২২), ৮। রাসেল (২১), ৯। রানা (২৪), ১০। হোসেন (১৯), ১১। রাব্বি (১৯), ১২। সিয়াম (২০), ১৩। সুজন (২৮,) ১৪। ফারহান (২০), ১৫। ফজলে রাব্বি (২০), ১৬। ইমন (১৯), ১৭। আল আমিন (১৯), ১৮। সাব্বির (১৯) ও ১৯। শাবনুর (২৭)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (০২ মার্চ ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin