আলী আহসান রবি: ঢাকা, ০৪ মার্চ ২০২৫ খ্রি. রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে রাখা ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মোছাঃ ময়না বেগম ওরফে আখিঁ (২১) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। সোমবার (৩ মার্চ ২০২৫খ্রি.) বিকেল ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের বাবর রোড থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা জেলা হতে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে মোহাম্মদপুর থানা এলাকার দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম মোহাম্মদপুর থানাধীন বাবর রোডস্থ অনুরাগ রেস্তোরার সামনে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৪:০০ঘটিকায় ময়না বেগম উক্ত এলাকায় পৌছঁলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তায় শাড়ির ২৪টি প্যাকেটের ভেতরে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ময়না বেগম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin