প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৪:০৩ পি.এম
কল্যাণপুরে গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক: আজ ১১০০ ঘটিকায় কল্যাণপুর ফুলষ্টপ গার্মেন্টস ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয় । উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন হতে ০২ টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। মিরপুর সেনাবাহিনী ক্যাম্প ও দারুসসালাম সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ ০২ টি ইউনিটের পেট্রোল ও মিরপুর মডেল থানার পুলিশ সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।
উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা কল্যাণপুর ফুলষ্টপ গার্মেন্টস ফ্যাক্টরী ও পাশ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে অধিকতর ক্ষতির হাত থেকে রক্ষা করে।
দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin