ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া থানা এলাকায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। শাহীনূর কবির বলেন, সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মালেককে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাঁকে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা শাহীনূর কবির।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin