মোঃ ইব্রাহিম, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় এক অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণের শিকার হয়েছেন। গতকাল রাতে ১০টার পর ইকুরিয়া এলাকায় দীপা রানী (৩০) নামে এক নারীকে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাত ১০টার দিকে দীপা রানী এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় জিৎ সরকার (১৯) ও মোহাম্মদ আশরাফুল ইসলাম (২০) আশ্রয় ও খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ইকুরিয়ার বুড়ির বাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে আরও একজন যুক্ত হয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ও জিৎ সরকার। এ ঘটনায় দীপা রানী নিজেই বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি মাজহারুল ইসলাম জানান,দীপা রানীর বাড়ি চাঁদপুরে এখন পর্যন্ত তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, মামলার পরিপ্রেক্ষিতে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin