আলী আহসান রবি: ঢাকা, ১০ মার্চ ২০২৫ খ্রি. অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আবু বকর সিদ্দিক (২০), ২। মোঃ আব্দুর রাজ্জাক (২৫), ৩। মোঃ অপু মিয়া (২৬), ৪। মোঃ নুরুজ্জামান সরদার (১৯), ৫। মোঃ মহসিন হোসেন (২৮), ৬। মোঃ রুবেল (২২), ৭। মোঃ রাজ (১৯) ও ৮। মোছাঃ নিলুফা ইয়াসমিন (৪৫)। রবিবার (৯ মার্চ ২০২৫ খ্রি.) কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin