মোঃ শাকিল আহামাদ, রাজশাহী: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মোঃ রানা (৪২) অবশেষে নওগাঁ থেকে আটক হয়েছেন। অশালীন অঙ্গ ভঙ্গিমার সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রাজশাহীর নারী অধিকারকর্মী ও সচেতন নাগরিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর এক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে রানা অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে এক শিক্ষার্থী নারীকে হেনস্তা করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তকে দ্রুত আটকের দাবি ওঠে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে, রানা নওগাঁয় পালিয়ে গেছেন। এরপর মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রানাকে নওগাঁ থেকে আটক করা হয়েছে এবং তাকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin