মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল মাজেদ খান (২৯) নামের এক বাংলাদেশি। জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে তিনি মালয়েশিয়ায় যান। সোমবার (১০ মার্চ) সকালে মালয়েশিয়ায় তিনি নিহত হন। নিহত আব্দুল মাজেদ খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত সোমবার সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি নিহত হন। মাজেদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin