মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া খালের বাঁধ অপসারনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল শুক্রবার সকাল ১০টায় ওই খালের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় কৃষক সবুজ হাওলাদার বলেন, ধুলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র ৩নং ওয়ার্ড থেকে ৬ নং ওয়ার্ড হয়ে খালটি তেঁতুলিয়া নদীতে গিয়ে মিলিত হয়েছে। খালটির ওপর নির্ভরশীল এলাকার শতাধিক জেলে ও কৃষক পরিবার। প্রায় এক বছর আগে শুরু হওয়া ধুলিঁয়া নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষা বাঁেধর কাজ করার সময় খালটির ৩নং ওয়াডের একটি অংশ বালু দিয়ে ভরাট করে ঠিকাদার। তখন স্থানীয় জেলে ও কৃষকরা বাঁধা দিলে ভাঙন কবলিত এলাকার কাজের স্বার্থে কিছু দিনের জন্য এ কষ্ট মেনে নেওয়ার আহ্বাবান জানায়। এলাকার কৃষক ও জেলেরা নিজ এলাকা রক্ষার স্বার্থে তা মেনে নেয়। কিন্তু বাঁেধর কাজ শেষ পর্যায়ে হলেও এখন পর্যন্ত খালের বাঁধ অপসারণ করা হয়নি।স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল এখন বাঁধ দেওয়া জায়গাটি দখল করার পায়তারা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. খায়েরকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin