কুমিল্লা মহাসড়কে চান্দিনা নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় ট্রাক এবং মাছের পিক-আপের সাথে সংঘর্ষ হয়ে, লেবু মিয়া নামে (৬৫)বছর বয়সি ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়, তারপর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। নিহত লেবু মিয়ার বাড়ি টাংগাইল ঘাটাইল থানার ( ৯নং)সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে। নিহত লেবু মিয়ার জানাযা নামাজ তার বাড়ির পাশেই অনুষ্ঠিত হয়। এবং তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে তার পরিবার এবং আত্মীয় স্বজন সবাই গভীর ভাবে শোকাহত।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin