হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি।। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নের ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইংসা মহাথেরোর দুইদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি'র আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীদের সইং নৃত্য মাধ্যমে শেষ দেহের হয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। উজি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুওয়াইনা মহাথের এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উজানীপাড়া মহা রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুওয়াইনা লংকারা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, অর্থ সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, ক্যংবাপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলা মহাথের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা ও দায়ক-দায়িকারাবৃন্দগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin