হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় খিয়াং সম্প্রদায়ের এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলা আদিবাসী ছাত্র সমাজ এক বর্ণাঢ্য র্যালি ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) উসারা লাইব্রেরী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি বাজারের মাল্টিপারপাস প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে পথ সমাবেশ প্রতিবাদ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। সমাবেশে বক্তারা নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, "শুধু সমতল নয়, পাহাড়েও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাড়ছে। ধর্ষক মানেই ধর্ষক—তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" আগামীতে এধরনের সহিংসতা ঘটনা শুনতে চাই না। কোন এধরনের ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না। তারা আরও বলেন, "উন্নয়ন প্রকল্পের শ্রমিক আনার সময় যথাযথ পরিচয়পত্র যাচাই বাছাই করা প্রয়োজন, যাতে বাইরের কেউ পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।" সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা। বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজের অংমেপ্রু মারমা, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জসিংথুই মারমা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মলিলাল তঞ্চঙ্গ্যা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নুম্যাশৈ মারমা, সরকারি তিতুমীর কলেজের হ্লামংচিং মারমা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অংশৈসিং মারমা। অর্ধশতাধিক শিক্ষার্থী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে এই র্যালি ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পাহাড়ে শান্তি বজায় রাখতে আইনের কঠোর প্রয়োগের দাবি তোলেন। সমাবেশ টি সমাপ্ত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin