ভা হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের মাসিক সমন্বয় সভা ইউপি সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ মার্চ ২৫) সমন্বয় সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা উবানু মারমা সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার হ্লায়ইসিং মারমা, মেয়ইউ মারমা, অঞ্জনা দেবী তঞ্চঙ্গ্যা, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার বোসিং মারমা, ২নং ওয়ার্ড ইউপি মেম্বার যুদ্ধসেন তঞ্চঙ্গ্যা, ৩নং ওয়ার্ড মেম্বার সলিরাম ত্রিপুরা, ৪নং ওয়ার্ড অংসিংনু মারমা, ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার মংক্যউ মারমা, ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার সাহ্লাঅং মারমা কচ্ছপতলি চহ্লাপাড়া কারবারি মংহ্লাচিং মারমা, গুড়া পারা কারবারি উক্যচিং মারমা প্রমুখ। সভার সভাপতি বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম টিসিপি, পাবলিক টয়লেট স্থাপনের বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন পরিষদকে প্রদানকৃত বরাদ্দ উন্নয়ন কাজে যথাযথ বাস্তবায়নে সকল ইউপি সদস্য ও এলাকারবাসীদের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় বিভিন্ন গ্রাম থেকে সুশীল সমাজে ব্যক্তিবর্গগণ সমন্বয় সভা অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin