রাজধানীর পশ্চিম নাখাল পাড়াসহ আশেপাশের এলাকার তিন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আজিজুর ইসলাম (৩৫), ২। মোঃ রাজু (২৮) ও ৩। মোঃ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি ও ছিনতাইকারী তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকার রেল লাইনের পশ্চিম প্বার্শে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নীচে রাস্তার ওপর দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আজিজুর, রাজু ও রফিকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পশ্চিম নাখালপাড়াসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও থানায় আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin