প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৪:৫৩ পি.এম
৫ টি মোবাইল, ০১টি হারানো মোটরসাইকেল ও ভূল নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করলো পিরোজপুর জেলা পুলিশ

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: অদ্য ২৩/০৩/২০২৫ ইং তারিখ ১১:০০ ঘটিকায় পিরোজপুর জেলার পুলিশ পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনা ও তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট বুঝাইয়া দেওয়া হয়।পিরোজপুর জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন থানার হারানো মোবাইল ও বিকাশের টাকা সংক্রান্তে জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ৩৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন ও ভূল নম্বরে চলে যাওয়া বিকাশের ৪,৫০০/- টাকা, ০১টি মোটরসাইকেল এবং ০২ টি হ্যাকড্ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে IPhone, Vivo, Redmi, Samsung, Oppo, Realme সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডেরও মোবাইল রয়েছে। সদর থানার জিডি মুলে- ১২টি, ইন্দুরকানী থানা- ০৩টি, ভান্ডারিয়া থানা- ০৬টি, মঠবাড়ীয়া থানা- ০৯টি, নাজিরপুর থানা- ০৩টি, কাউখালী থানা- ০১টি, নেছারাবাদ থানা- ০১টি।
২। গাজীপুর গাছা থানাধীন তারগাছ থেকে জনৈক সাজু বিশ্বাস (৩৭) পিতা- আঃ কুদ্দুস, সাং- তারাপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া এর ব্যবহৃত Yamaha FZ version-3 150 CC কালো রং এর মোটর সাইকেল গত ২৩/০৯/২০২৪ তারিখে হারিয়ে যায়। অদ্য পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জিডি নং-৯২৫ তারিখ-২২/৩/২৫ খ্রিঃ মূলে শিকারপুর লাশকাটা ঘরের সন্নিকটের পরিত্যক্ত জায়গা থেকে উক্ত মোটরসাইকেলটি উদ্ধার করে মূল মালিক সাজু বিশ্বাসের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
৩।পিরোজপুর সদর থানার ছোট খলিসাখালী ৩ নং ওয়ার্ডের মোঃ আরিফ পিতাঃ মোঃ জাহাঙ্গীর হাওলাদার বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া ৪,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগীরা তাদের মোবাইল, মোটরসাইকেল ও বিকাশের টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পিরোজপুর জেলা পুলিশের এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ সবসময় জনগনের পাশে অবস্থান করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin