রাজধানীর ভাটারা ও মতিঝিল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মাহবুব হাসান (৩৩), ২। মোক্তার হোসেন (২৭) ও ৩। মহিউদ্দিন (২৫)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন সাইদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে মাহবুব হাসান ও মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ১৪ হাজার টাকা।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরো জানা যায়,আজ দুপুর আনুমানিক ০২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল টিএনটি কলোনির সামনে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মহিউদ্দিনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin