হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারালী ইউনিয়ন ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী'র সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের মনোনীত পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এই কারণেই পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কাল কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। যাকাত যথাযথ ভাবে ৮টি খাতে আদায় করতে হবে। কালিগঞ্জ উপজেলার সামাদ স্মৃতি ময়দানের আজকের ইফতার মাহফিল সত্যিই আমার স্মৃতি হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কালিগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ৩ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস রবিউল বাসার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin