কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক পরিবার ও অসুস্থ সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ-২৫) সকাল ১১টায় প্রেসক্লাব হল রুমে, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সন্মানিত সদস্যমন্ডলী সহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক বৃন্দের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। এমনিভাবে প্রতিবছর সাংবাদিকদের কল্যাণে ঈদ উপহার ও ঈদ সামগ্রী প্রদান করা হবে বলে জানান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সম্পাদক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin