মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবীতে হেলাল উদ্দিন হাওলাদার (৪৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় পল্লী বিদ্যুৎ কর্মী হেলাল উদ্দিনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলাল উদ্দিন বরিশালের উজিরপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪ মাস আগে হেলাল উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন দেওপাশা গ্রামের এনামুল গং। দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় দেওপাশা বাজারে হেলাল উদ্দিন খানের মালিকানাধীন একটি দোকান ঘরের ভাড়াটিয়া ব্যবসায়ী আনিস সিকদারকে জোড়পূর্বক নামিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন এনামুল গং। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হেলাল উদ্দিন তার বৃদ্ধ বাবা আনোয়ার হোসেনকে নিয়ে চাচাতো ভাই মজনু হাওলাদারের বাসায় যান। এসময় এনামুল দলবল নিয়ে হেলাল উদ্দিনের কাছে ফের চাঁদা দাবী করে। তখন তর্কবির্তকের এক পর্যায়ে হেলাল উদ্দিনকে বেধড়ক লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। হেলাল হাওলাদারের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হেলাল উদ্দিনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার ও আমার সেবিকা স্ত্রীর ঈদের বেতন বোনাসের প্রায় আড়াই লাখ ছিল পকেটে । মারধর করে এই টাকা ছিনিয়ে নিয়েছে এনামুল গং। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, হেলাল হাওলাদারের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে কথাকাটাকাটি ও হাতাহাতরি ঘটনা ঘটেছে। বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin