আলী আহসান রবি: ঢাকা, ০৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে উত্তরখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থ যোগানদাতা ছিল। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin