কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে সাবেক এমপির ছেলেকে পিটিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুরে ঘটেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান বাপ্পী। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, সাতক্ষিরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের মেঝ ছেলে হাসান জোবায়ের রিঙ্কুকে মোমরেজপুর ঈদগাহ সংলগ্নে সড়কের উপরে ফেলে গত ৪ এপ্রিল রাত আনুঃ সাড়ে ৯ টায় একাকী পেয়ে বেধড়ক পিটিয়ে যখম করেছে আওয়ামী দুবৃত্তরা। এঘটনায় উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী বাদী হয়ে গত ৫ এপ্রিল পুর্ব নারায়নপুর গ্রামের মৃত মোহাব্বত আলী বিশ্বাসের ছেলে রফিকুল ও শফিকুল। রফিকুল বিশ্বাসের ছেলে ইলিয়াস আলী বিশ্বাস সহ এজাহার নামীয় সাতজন ও অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, মামলা নম্বর ৪। জানাগেছে, ইতিপুর্বেও তারা সাবেক এমপিসহ অনেককে পিটিয়ে হজম করেছে এই রফিকুল ইলাহী গং। তবে থানায় নিয়মিত মামলা হলেও এখনো কাওকে আটক করতে পারেনি পুলিশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin