প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৮:১১ এ.এম
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: পিরোজপুরে চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একইসাথে আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকার ইজিবাইক চালক বিপ্লব মিরবর এলজিইডি অফিসের সামনে তার অটোরিকশাটি রেখে পাশের দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি চুরি হয়ে গেছে।
ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে, পিরোজপুর সদর থানা পুলিশের একটি টিম এসআই আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে জুজখোলা এলাকা থেকেই চোরাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। একই সময় আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মিলন মোল্লা (৩০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন মোল্লা বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার আসামি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। তিনি আরও জানান, এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৪, তারিখ ১৬ এপ্রিল ২০২৫।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin