স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁওয়ে বোবা রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ মূল হত্যাকারী মোঃ সাদ্দাম (২২) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ এপ্রিল ২০২৫) বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় নিহত মোঃ জীবন ওরফে বোবা ওরফে রফিক তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। পূর্ব শত্রুতার জেরে গ্রেফতারকৃত সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রফিক গুরুতর আহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রফিক মারা যায়। তেজগাঁও থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রফিকের নানী বাদী হয়ে তেজগাঁও থানায় ২৫ এপ্রিল ২০২৫ একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিককে কুপিয়ে হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম কারওয়ান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে। ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২) কে র্যাব তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানায় হস্তান্তর করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin