নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সিলেট বিভাগের চারটি জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে আজ ২০২৫ তারিখে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুড়াউল উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ১২৪৫ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, চর্মরোগ এবং চক্ষু বিশেষজ্ঞগন এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। সিলেট বিভাগের অন্যান্য জেলা গুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সিলেট অঞ্চলের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin