প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ৬:১৬ পি.এম
পিরোজপুরে ভূমিসেবা সপ্তাহে ভূমি অধীগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে ৪৩ লক্ষ ৯৩ হাজার টাকার চেক বিতরণ
পিরোজপুর প্রতিনিধি: ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। শনিবার সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পরবর্তীতে সদর উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা, স্মার্ট ভূমি সেবায় প্রধানমন্ত্রীর ৭টি উদ্ভাবনী উদ্যোগের প্রচার ও আগত সেবা প্রার্থীদের তথ্যকেন্দ্র ও সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। এ সময় ভূমি অধীগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাধে ৪৩ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin