আলী আহসান রবি: ঢাকা, ০৬ মে ২০২৫ খ্রি., অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। তরিকুল ইসলাম (২৮), ২। একরামুল (৩০), ৩। শাহরিয়া (২৩), ৪। কামরুল (৩৫), ৫। মিলন (২১), ৬। নয়ন (৩৪), ৭। তুহিন (৩৩), ৮। শরীফ (২০), ৯। জহুরুল (২৬), ১০। রুহুল আমিন (২০), ১১। মিরাজ (৪১), ১২। আবুল কালাম (৩৫), ১৩। আইয়ুব (১৯), ১৪। জিসান (২৫), ১৫। লিমন (২৫), ১৬। যুবায়ের (২৫), ১৭। রবিউল (২৭), ১৮। সাঈদ (২৭), ১৯। জাহাঙ্গীর (২৮) ও ২০। জামাল (২৪)।
সোমবার (০৫ মে ২০২৫ খ্রি.) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার চোর, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin